Welcome to Customs, Excise & VAT Commissionerate, Khulna

কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা জাতীয় রাজস্ব বোর্ডের অধীন বৃহত্তর এলাকাধীন একটি কমিশনারেট। ১৯৯২ সালে শুল্ক ও আবগারী, খুলনা কালেক্টরেট ভেঙ্গে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা সৃষ্টি হয়। পরবর্তীতে ২০১১ সালের ২০ ডিসেম্বর মূসক বিভাগের প্রশাসনিক বিভাজনের ফলে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা পুনর্গঠিত হয়। এ কমিশনারেট পুনর্গঠিত হওয়ার পর হতে সুনামের সাথে রাজস্ব আদায়ের কাজ করে যাচ্ছে। খুলনা শহরের খালিশপুর শিল্প এলাকায় নিজস্ব ভবনে এ দপ্তরের অবস্থান।

কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার মঞ্জুরীকৃত পদ : ৮৪৯, কর্মরত : ২৬৪ এবং শূণ্য পদ : ৫৮৫। বর্তমানে একজন কমিশনারের নেতৃত্বে ০১ জন অতিরিক্ত কমিশনার, ০১ জন যুগ্ম কমিশনার, ০৮ জন সহকারী কমিশনার, ১৪ জন রাজস্ব কর্মকর্তা, ৭২ জন সহকারী রাজস্ব কর্মকর্তা এবং কর্মচারী হিসেবে ১৬৭ জন কর্মরত আছেন।

এ কমিশনারেটের অধীন ১১টি বিভাগীয় দপ্তর, ২৫ টি সার্কেল অফিস, ১টি কাস্টম হাউস, ০২টি শুল্ক স্টেশন, ০১টি ট্রানজিট পয়েন্ট, ০৪টি শুল্ক গুদাম এবং ০৪টি গবাদি পশুর করিডোর রয়েছে। সহকারী কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা বিভাগীয় দপ্তর প্রধান ও রাজস্ব কর্মকর্তা পদমর্যাদার একজন কর্মকর্তা সার্কেল অফিস প্রধান হিসাবে দায়িত্ব পালন করে থাকেন।


Publications

Read More »